বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর হরিণটানা এলাকায় খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার সকালে আটক জেলেদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, শনিবার সকালে শ্যালা নদীর হরিণটানা এলাকায় তিন জেলে খালে বিষ দিয়ে মাছ ধরছিল। নিয়মিত টহলের সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত এক বোতল বিষ, ১০ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি জাল ও একটি নৌকা আটক করা হয়।
আটক জেলেরা হলেন, আলতাফ হোসেন (২৫), জামাল হাওলাদার (২৭) ও আলাউদ্দিন হাওলাদার (৩০)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বিকালে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান