নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খাল থেকে এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই নারীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গান এলাকা থেকে সেই মরদেহ উদ্ধার করা হয়। সেই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ ও তার গলায় ওড়না পেঁচিয়ে ছিল।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ জানান, রাত ১০টায় চেঙ্গান এলাকার খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া হবে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নারীর পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর