ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোররাতে ধামরাই পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশ।
আটককৃতরা হলো, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার উত্তর দলগ্রাম এলাকার আজগর আলীর ছেলে ফয়জার রহমান (৪৫), নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ভেরভেরি হাজিরহাট গ্রামের হামিদুর রহমানের ছেলে মোস্তফিজার রহমান (৫২) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুল বাকী (৪৫)।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনা নাশক ওষুধের গুড়া, ক্লোরোফর্ম, ঘর ভাঙ্গার যন্ত্রপাতি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন