ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ভৈরব রুটে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মাধ্যমে চার ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৮/ ওয়াসিফ