উৎসবমুখর পরিবেশে ভোলা পৌরবাসীর মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে স্মাটকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, প্যানেল মেয়র শাহে আলমসহ পৌর কাউন্সিলররা।
ভোলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুুর রহমান জানান, পৌর এলাকার ৩৪ হাজার ২৫৭ জন ভোটারের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। এ ছাড়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা