গাজীপুরের কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদ, রাওনাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। দেশ-বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিতরা ছুটে আসেন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। আর এতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জয়নাল আবেদীন মোল্লা। উদ্বোধক ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফ্ফার।
প্রতি বছরের ন্যায় এবারও এক ঝাকঝমপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে পেশাজীবী কল্যাণ পরিষদ। অনুষ্ঠান শেষের দিকে এক রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্র এ দুই শতাধিক পুরস্কারের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আকন্দ ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন বেপারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার