বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের সরদারপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের সরদারপড়ার ছোবহান তালুকদার গতকাল শনিবার তার ৩ মেয়েকে নিজ বাড়িতে রেখে স্ত্রীসহ শ্বশুর বাড়ি বেড়াতে যায়।
দুপুর দেড়টায় তার ছোট মেয়ে স্থানীয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী (১৩) পার্শ্বে সম্পর্কে নানির বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ি থেকে আসার পথে দুপুর আনুমানিক দুইটায় বাড়ির পার্শ্বেই মৃত আজিজার রহমান মাষ্টারের ছেলে মামুনুর রশিদের (৪৫) বাড়ির সামনে পৌঁছলে সে শিশুটিকে জোর করে দুই হাত ধরে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মামুনুর রশিদ তার শয়নকক্ষে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিয়ে ধস্তাধস্তি করতে থাকে। চিৎকার শুনে খালা শ্বাশুড়ি মেরিনা বেগম বাড়ির ভিতর প্রবেশ করে এবং শিশু মেয়েটিকে আসামির শয়ন কক্ষের খাটের ওপর থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে ছোবহান তালুকদার নিজেই বাদী হয়ে আজ রবিবার সকালে থানায় মামলা দায়ের করেছে।
দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ আজ আটক মামুনুর রশিদকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার