শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরমাইঝারা গ্রামের সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। সে স্থানীয় চরমাইঝারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় তার বুক ও পেটে কাচের টুকরা দিয়ে আঘাত করলে হাসপাতালে নেয়ার পর রাতে মারা যায়।
স্থানীয় কুচাইপট্টি দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক জামাল সরদার ও তার ভাই ঢাকার যাত্রা বাড়ির একটি কওমি মাদ্রাসার ছাত্র আবু বকরের বিরুদ্ধে এ হত্যাকান্ড ঘটানোর অভিযোগ উঠেছে। পুলিশ শনিবার রাতে ওই দু‘জনকে আটক করেছে। এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা আলমগীর পাইক বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় জামাল সরদার ও তার ভাই আবু বকরসহ নয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। জামাল ও আবু বকর হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী মাসুদ বলেন, কাচের টুকরা দিয়ে বুকে ও পেটে আঘাত করে ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত জামাল ও আবু বকরকে গ্রেফতার করা হয়েছে। তারা এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার