নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে ওমর ফারুক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার নন্দলালপুরের একটি ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ছাড়া কোন ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। সে পানিতে পড়ে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করা চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার