নেত্রকোনার বারহাট্টায় বন্ধুর বোনের বিয়েতে গিয়ে পিয়াস (১৭) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পিয়াস কর্নপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও চল্লিশ কাহনিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। মৃত্যুর রহস্য উদঘাটনে বিয়ের কনে রুনা আক্তার ও কনের বড় বোন খুকুমনিকে ফকিরা বাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রে জিজ্ঞাসা শেষে ছেড়ে দেয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের কর্নপুর গ্রামের পিয়াস একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বন্ধু নজরুলের বাড়িতে বোনের বিয়েতে যায়। রাতে জেনারেটর এ বিদুৎস্পৃষ্ট হয়েছে এমন খবর দিয়ে বন্ধু নজরুলরা পিয়াসকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ নেয়ার পথে সে মারা যায়।
এদিকে স্থানীয়রা জানান, মেয়েটির সাথে ছেলের প্রেম ছিল। এটি জানাজানিতে মেয়ের ভাইয়েরা পিয়াসকে মারধর করে।
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, পিয়াসের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্ত করতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে সুরতহাল রিপোর্টে মৃতকের দু'পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার