কুমিল্লায় দুইটি পার্কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সোমবার কুমিল্লা নগর উদ্যান ও ফান টাউনে ভ্রামামাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় কুমিল্লা নগর উদ্যানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করাসহ সাধারণ দর্শনার্থীদের জীবন সুরক্ষার মত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।
সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা সিটি পার্কে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র রায়হান নিহত হয়। তার আগে জেলার সদর দক্ষিণ এলাকায় ড্রিমল্যান্ড পার্কে তানিম নামের এক শিশু নিহত হয়। এসব ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে এলাহী জানান, কুমিল্লা নগর উদ্যান ও ড্রিমল্যান্ড পার্কে অনিরাপদ অবস্থায় পার্ক পরিচালনার কারণে দুইজন শিক্ষার্থী নিহত হয়। নগর উদ্যানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও নির্দেশনা দিয়েছি যেন দর্শনার্থীদের জীবন নিরাপত্তা সুনিশ্চিত করা না পর্যন্ত পার্ক বন্ধ রাখা হয়। এছাড়াও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও বলে দিয়েছি বিদ্যুৎ লাইনসহ রাইডগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা সনদ গ্রহণ করে তারপর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। অন্যথায় বিনোদনকেন্দ্রগুলো সিলগালা করাসহ আইনি প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান