বগুড়ার শেরপুরে রফিকুল ইসলাম (৫০) নামের এক অটো ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ীর একটি পুকুরের মধ্যে থেকে মৃতদেহ উদ্দার করা হয়। রফিকুল ইসলাম শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শেকর পুর্বপাড়া গ্রামের গাজি হোসেনের ছেলে।
বগুড়ার শেরপুর থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট শনিবার রাত ৯টায় অটো ভ্যান চালাতে গিয়ে ছোনকা এলাকা হতে নিখোঁজ হয় রফিকুল। পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুজির পরে না পেয়ে রবিবার রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজের পরিবার।
এদিকে আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর- রানীরহাট রোডে নির্মাণাধীন আলিফ ফিড মিল'র একটি পুকুর পাড়ে গন্ধ বাতাসে ছড়িয়ে পড়লে পুকুরের মধ্যে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বগুড়ার শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, হত্যাকান্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার