কুমিল্লার দাউদকান্দিতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। দাউদকান্দি উপজেলার গৌরীপুর রংধনু হসপিটালে ভুল সিজারিয়ান অপারেশনে এই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা। প্রসূতি নুরজাহান কুমিল্লার তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী। আজ সোমবার নুরজাহানের পরিবারের সদস্যরা রংধনু হসপিটালের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করে।
সূত্র জানায়, গত ২৪ আগস্ট রংধনু হসপিটালে প্রসূতি নুরজাহান'র (২২) সিজারিয়ান অপারেশন করা হলে তার অবস্থার অবণতি হয়। সিজারিয়ান অপারেশন করেন ডা. শাহনাজ পারভীন ও এনেসথেসিয়া প্রয়োগ করেন ডা. সিরাজুল ইসলাম। পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিয়ে যায় তার পরিবার। চিকিৎসাধীন অবস্থায় সেখানে নুরজাহান মারা যায়। হসপিটাল মালিক মোঃ মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ব্যাপারে ডা. শাহনাজ পারভীন বলেন,‘তার অপারেশনে কোনরকম ত্রুটি নেই। তার দায়িত্ব কেবল সিজার করা। এর বাইরের দায়ভার হসপিটাল কর্তৃপক্ষের।’
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘প্রসূতি মৃত্যুর ঘটনায় রংধনু হাসপাতলের সামনে স্বজনরা বিক্ষোভ করে। আমরা তাদেরকে তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছি। মরদেহ ময়নাতদন্ত করার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রোগীর মৃত্যুর মূলকারণ, চিকিৎসকের অবহেলা আছে কিনা এবং হাসপাতালের অবকাঠামো আছে কিনা, এসব বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার