বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে সায়েম নামে দু’বছরের এক শিশু মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে পৌরসভার মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
জানা গেছে, সায়েম দুপুরে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তার বাবা-মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বেলায়েত হোসেন আদর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার