ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর গৃহবধূর স্বামী সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত গৃহবধূ ও স্বামী বাগের হাট জেলার মোড়লগঞ্জ থানার অধিবাসী বলে জানা গেছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।
বিডি প্রতিদিন/এ মজুমদার