নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে খাদিজা আক্তার (২০) নামের গৃহবধূ আত্মহত্যা করেছে।
রবিবার দিবাগত রাত ২টায় মধ্য সস্তাপুর এলাকার বাচ্চু মিয়ার ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
খাদিজা কুমিল্লার বড়ুয়া থানার বেতদা এলাকার বাসিন্দা। ৬ মাস আগে প্রেম করে একই গ্রামের ওমর ফারুককে (২৭) বিয়ে করেছিল সে। ওমর ফারুক তার প্রথম স্ত্রী জিয়াসমিন বেগমকে নিয়ে সস্তাপুর এলাকাতেই আরেকটি বাড়িতে ভাড়া থাকতো।
ফতুল্লা মডেল থানার এসআই সাঈদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান