চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, জীবননগর উপজেলার উথলী ফার্মপাড়ার মৃত গফুর মন্ডলের ছেলে আবুল কাশেম ও গোয়ালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশাবুল হক।
এলাকাবাসী জানায়, কৃষক আবুল কাশেম আজ বুধবার বিকালে উথলী গ্রামের কালীবিলে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি মারা যান।
অন্যদিকে, গোয়ালপাড়া গ্রামের কৃষক আশাবুল হক গ্রামের মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় বৃষ্টি ও বজ্রপাত হয়। সে গ্রামের একটি আম বাগানের কাছে বজ্রপাতে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার