শিরোনাম
- গুগলের পিক্সেল ১০ সিরিজ উন্মোচন: দাম, ফিচার ও নতুন চমক
- নেত্রকোনায় রিজন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি
- ফুলবাড়িয়াতে শিক্ষার্থীদের হাতে বনজ ও ফলদ গাছের চারা তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
- বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পাকিস্তানের আগ্রহ প্রকাশ
- মার্কিন ভিসা ইস্যু নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস
- কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- দায়িত্ব গ্রহণের পর যা বললেন সিলেটের ডিসি সারওয়ার আলম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭
- লক্ষ্মীছড়িতে কৃতী এসএসসি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- যেভাবে বাড়ল সিঙ্গাপুরের নাগরিকদের গড় আয়ু
- জয়পুরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
- চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
- মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫
- অনলাইনে কিংবা অফলাইনে নিরাপদ থাকুন সবসময়
- এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের মধ্যে সমঝোতা
- বিজ্ঞাপন শিল্প নিয়ে এএএবি’র নেটওয়ার্কিং হাবে ইয়াসির আজমান
- ঘরে বসেই তৈরি করুন ‘ফার্স্ট এইড বক্স’
- ৬ লাশ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হতে চান এক পুলিশ সদস্য
- মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক
ফুলপুরে ভাইটকান্দি বাজার রাস্তার বেহাল অবস্থা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
অনলাইন ভার্সন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়ক সংলগ্ন ভাইটকান্দি বাজারের সখল্যা মোড় থেকে বাজারের শেষ মাথা পর্যন্ত মেইন রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত রাস্তাটি ভাঙতে ভাঙতে কয়েক জায়গায় বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে তো বটেই বৃষ্টি ছাড়াও ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যায় না।
দুই পাশের দোকানঘরের সামনে দিয়ে পথচারীরা চলাচল করে থাকেন। আর রিকশা, ভ্যান, মোটর সাইকেলকে খুবই আস্তে আস্তে সাবধানে ওই রাস্তা অতিক্রম করতে হয়। তা নাহলে এসব গাড়ি কাত হয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। রাস্তাটি সংস্কারের অভাবে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কার করা হলে ভাইটকান্দি বাজারের ক্রেতাবিক্রেতা ছাড়াও নারায়ণখোলা, রামভদ্রপুর, বোররচর, বাঁশাটী, হরিণাদি, মেরিগাই ও কুলিরকান্দাসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ উপকৃত হবে।
ভাইটকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, বছরের ছয় মাসেরও বেশি সময় তার দোকানের সামনে পানি জমে থাকে। এতে বেঁচাকেনার সমস্যা হয়। ক্রেতারা এই পঁচা পানি মাড়িয়ে এখানে আসতে চান না। আরেক ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, আমরা কষ্টে আছি। প্রায় সারা বছরই এ অবস্থা। একই সুরে কথা বলেন টিপু হোমিও হলের স্বত্তাধিকারী আবু নাসের টিপু।
বুধবার বিকালে সরেজমিন গিয়ে কথা হয় তাদের সাথে। রবিরমারা গ্রামের ভ্যান চালক শরাফত আলী ও ভাইটকান্দি গ্রামের ফিরোজ মিয়া বলেন, এই রোদের মধ্যে অহন আর ভ্যান চালাইবার মনডা চায় না। পানির নিচে গাতা। একটুহ দেহা যায় না। গাড়িডা টান দিলেই লাফ মারে। হমানে শিকশুক ভাইঙা যায়।
মারাদেওরা গ্রামের পথচারী আব্দুস সালাম জানান, রাস্তাডা ঠিক না করার কারণে বেহেই দোহানের কানি দিয়া যায়। বাহুরে কি কইয়াম, এত ভীড়! মাইনষের লাইগ্যা আডন যায় না। ভাইটকান্দি বাজার কমিটির সাবেক সভাপতি ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ওয়ালটনের সাব-ডিলার আব্দুল আহাদ মাস্টারের নিকট জানতে চাইলে তিনি জানান, এখানে উন্নত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সমস্যাটা প্রকট হয়েছে। একবার জাইকা ড্রেন করে দিতে উদ্যোগ নিলেও অদৃশ্য কারণে তা হয়নি। ফলে সখল্যা মোড়ে, অগ্রণী ব্যাংকের সামনে, মধ্য বাজারে ও বাজারের শেষ মাথাসহ বিভিন্ন জায়গায় পানি জমে থেকে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। এর জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ পড়ছে ভোগান্তিতে।
স্থানীয় ভুক্তভোগীরা জরুরিভিত্তিতে রাস্তাটির সংস্কার দাবি করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সালেহ হাসান প্রামানিক বলেন, গত জুনেই রাস্তাটির টেন্ডার হয়ে গেছে। যতটুকু ভাঙা আছে এর চেয়েও আরেকটু বাড়িয়ে ১১শ মিটার রাস্তা সংস্কার করা হবে। আগামী ১/২ সপ্তাহের মধ্যেই ঠিকাদার কাজ শুরু করার কথা রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর