রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবৈধ অস্ত্রসহ এক উপজাতি যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম-বিকম চাকমা (২৫)।
বুধবার দিবাগত রাতে বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেছে বলে জানিয়েছে যৌথবাহিনীর একটি সূত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় কাপ্তাই হ্রদে মাছ শিকারকারী জেলেদের নৌকা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বিকাম চাকমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথবাহিনীর একটি দল। এসময় বিকমকে হাতে নাতে আটক করে তারা। পরে তল্লশি চালিয়ে তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি (এ্যামুনিশন) ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী বিকম চাকমাকে চাঁদাবাজির অভিযোগে আটক করে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান