মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু হ্রাসকরণ শীষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বড়লেখা উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় সংসদ সচিবালয় এবং ইউএনফপিএ'র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ.ই.ম. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম খাঁন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার