চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আসাদুল হককে (৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শূটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক আসাদুল কার্পাসডাঙ্গার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদে পুলিশ কার্পাসডাঙ্গা গ্রামের ফকিরখালী ব্রিজের কাছে অভিযান চালায়। এসময় একাধিক ছিনতাই ও চাদাবাজী মামলার আসামী আশাদুলকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা বাজার করা ব্যাগ থেকে একটি দেশী তৈরি ওয়ান শূটার গান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান