কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি-হত্যাসহ ৭ মামলার পলাতক আসামি নুরুল হককে (৩০) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটাস্থ মৃত নজু মিয়া প্রকাশ টুনু মিয়ার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার