সুনামগঞ্জে দলীয় কার্যালয়ে গোপন বৈঠক করার সমায় ছাত্রশিবিরের সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমানসহ ১৭ নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের হাছননগরস্থ জেলা ছাত্রশিবিরের কার্যালয় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ সদর থানা হাজতে রাখা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, শিবিরের নেতারা জেলা কার্যালয়ে একত্রিত হয়ে দরজা বন্ধ করে নাশকতার পরিকল্পনা করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার