প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। তবে যদি কোন দল নির্বাচনে অংশগ্রহণ না করে, সে ক্ষেত্রে তারা ঝুঁকির মধ্যে পরবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।
আজ বৃহস্পতিবার বিকালে ৫টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের বিফ্রিং প্রদানকালে প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ কথা বলেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার করার কথা বলা হয়েছে। একই সাথে সরাদেশে এটি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইভিএম-এর জন্য আইনের সংশোধন করতে হবে। আরপিও সংশোধনী করতে আইন মন্ত্রানালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি সংশোধন হয় তাহলে সীমিত আকারে কিছু কেন্দ্রে সেটি ব্যবহার করা হবে। ইভিএম এমন একটি পদ্ধতি যেখানে কোন অনিয়ম করার সুযোগ নেই। আমাদের আসলে ইভিএম ব্যবহার করা উচিত। ইভিএম সকাল ৮টার আগে এবং বিকাল ৪টার পরে নতুন করে ভোট দিতে পারবে না। এটির মাধ্যমে একজন ভোটার একবারই ভোট দিতে পারবেন।
এখনও নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে অথবা ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা, র্যাব, বিজিবি, আনসার ভিডিপি, গোয়েন্দা সংস্থাসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এ মজুমদার