ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগে কিছু অনুপ্রবেশকারী কুচক্রীমহল আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পায়তারা করছে। আজ মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম এমপি আ. লীগের হয়ে টানা ৬ বার নির্বাচিত হয়েছেন। তাকে কেউ পরাজিত করতে পারছে না বলেই স্বাধীনতা বিরোধী অপশক্তি দলে প্রবেশ করে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তাই প্রধাণমন্ত্রী কাছে অনুরোধ করে বলেন, আগামী সংসদ নির্বাচনে পুনরায় দবিরুল ইসলামকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে এ আসনটিতে আবারো আওয়ামী লীগের বিজয়ী নিশ্চিত হবে। আমরা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করে দুই আসনে দবিরুল ইসলামের কোন বিকল্প নেই। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি দলে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এ আসনে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন হবে।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক জুলফিকার আলী, যুবলীগের সভাপতি মাজেদুর রহমান ও সাধারন সম্পাদক আলী আসলাম জুয়েলসহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার