নাশকতা পরিকল্পনার আশংকায় নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানকে (৩৩) ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারী এবং সাবেক কমিশনার মাওলানা মহিউদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ অক্টোবর) বিকেল ৩টার দিকে নোমানকে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকা থেকে এবং মহিউদ্দিনকে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি তারা নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি করে। এসব কর্মসূচিকে ঘিরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে কোম্পানীগঞ্জ থানার তদন্ত মো. রবিউল হক জামায়াতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিনকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৮/হিমেল