লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার হামছাদি ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন নন্দনপুর গ্রামের নুর নবীর ছেলে মো. জাফর ও উত্তর হামছাদি গ্রামের অজি উল্যাহর ছেলে জাহিদুল ইসলাম বাবু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নগর এলাকার সুজনের ঘরে অস্ত্র ও ইয়াবা রয়েছে বলে তথ্য দেয় জাফর। পরে পুলিশ জাফরকে নিয়েই সেখানে অভিযানে যায়। এক পর্যায়ে তথ্যদাতাকে পুলিশের সন্দেহ হয়। এসময় জাফরকে আটক করে তার সাথে থাকা দুটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপর জাফরের তথ্য মতে জাহেদুল ইসলাম বাবুকেও আটক করা হয়।
আটককৃত বাবুর ভগ্নিপতি হুমায়ুনের সাথে সুজনের বিরোধ চলছে। বাবুুর মাধ্যমে সুজনকে ফাসাতে জাফরকে ব্যবহার করে তারা। এ ঘটনার সাথে জড়িত আরও দুইজন খুঁজছে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা