সিরাজগঞ্জ পৌর এলাকায় রানীগ্রাম এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকাল নয়টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা রানীগ্রম মধ্যপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকালে হাটাহাটি শেষে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসে ছিলেন গোলাম মোস্তফা। এসময় পিছন থেকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত দ্রুত তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব