সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। বুধবার বেলা ১১টার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনে এ স্মারকলিপি দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো. ফিরোজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. মজিবর রহমান লেবু, গাজী আজিজুর রহমান দুলার, নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, অমর কৃষ্ণদাস ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামানসহ দলীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল