বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকার খালি মাঠে গোল করতে চাইছেন। তাই ষড়যন্ত্রমূলক মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তায় ভীতু। তাই নানা ধরনের কূটকৌশলের অবলম্বন নিচ্ছেন। এরই অংশ হিসেবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ৫৭ ধারার মত কালো আইন পাশ করেছে।
খালেদা জিয়ার কারামুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, সদর থানা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু সেচ্ছা সেবকদলের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর কাছে স্মারকলিপি প্রধান করেন বিএনপি নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব