নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোহেল নামের এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
অভিযুক্ত সোহেল আগমুরশন গ্রামের মহসিনের পুত্র।
জানা যায়, সোহেল পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে সখ্যতা করে নিজ এলাকার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিলেও বিদ্যুতের সংযোগ পায়নি ওই পরিবারগুলো।
আগমুরশন গ্রামের জাফর জানান, সোহেল গ্রামের হেলাল, সালাম, আলামিন, বাদশা, বুলেট, বারিক, সাহেব আলী, আব্দুস কুদ্দুস, দোলন, আসাদ সহ ৩৫ জন গ্রাহককে বিদ্যুত দেওয়ার কথা বলে আমাদের প্রত্যকের কাছ থেকে ৪ হাজার টাকা করে আদায় করে, কিন্তু ৬ মাসেও বিদ্যুত না পেয়ে বারবার তার কাছে ধর্না ধরেও পায়নি। পরে বিষয়টি পল্লী বিদ্যুত অফিসকে জানানো হলে তারা কোন টাকা পায়নি বলে জানায়।
এদিকে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সেচ প্রদানের নাম করে সুকাশ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, টাকা নেয়া হয়েছে বিদ্যুতের জন্য অফিসে চাহিদা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিংড়া পল্লী সমিতি- ১ এর জোনাল অফিস সিংড়ার এজিএম মিজানুর রহমান জানান, বিষয়টি তার কানে এসেছে, তবে লিখিত অভিযোগ এখনো হাতে আসেনি, এলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল