বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১২ দফা লক্ষ্য ও ৭ দফা দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে জেলা বিএনপির বিএনপির সভাপতি শাহজাদা মিয়া ও সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটনের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় দলের সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপির সহ-সভাপতি আজম খান, অ্যাডভোকেট গুলজার হোসেন, মামুনুর রশীদ, বিএম রায়হান, মাসুম দেওয়ান, মো: আ: হাকিম, শাহিন হক, শ্রমিক দল নেতা মিজানুর রহমান বাবলু, জেলা কৃষক দলের সহ-সভাপতি এমএ মারুফ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক জাহিদ, অর্থ সম্পাদক রিংকু, মৎসজীবিদল নেতা সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
একই কর্মসূচীর অংশ হিসেবে একই সময়ে শহরের নিউ মার্কেট এলাকা থেকে শহর বিএনপি একটি মিছিল বের করে বেইলী ব্রিজ অতিক্রম করে পুরাতন ট্রাক স্ট্যান্ডে যায়। শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন