দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পষ্টে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়ায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটার সময় এ ঘটনা ঘটে।
মৃত আবুল হোসেন (৫০) খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়ার বাতাসুর ছেলে।
প্রতিবেশী রাকিবুল ইসলামসহ এলাকাবাসী জানায়, খানসামার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়ায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। এসময় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এর আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৮/হিমেল