রাঙামাটি কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) উন্নত ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে রাঙামাটির কেপিএমকে আরো আধুনিকায়ন করা প্রয়োজন। এ কারখানার মান আরও ভালো করতে হবে। এ প্রতিষ্ঠানটি উন্নত করা গেলে পার্বত্যাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। এ অঞ্চলের হাজার হাজার মানুষের আত্মকর্মসংস্থান গড়ে উঠবে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। একই সাথে কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে শিল্প মন্ত্রণালয়, বিসিআই সি ও কেপিএমকে সম্মনিত ভাবে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলের পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব এ কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় রাঙামাটি সংসদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, কেপিএম ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কর্ণফুলী পেপার মিল কমপ্লেক্স পরিদর্শন করেন এবং মিলের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্ণফুলী ভবনে কেপিএমপি বিসিএইসি ও শিল্পমন্ত্রণায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন