জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ক্ষমতার পরিবর্তন হলেও স্বাস্থ্যখাত নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীদের সহায়তাসহ স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। কোন রোগী চিকিৎসার অভাবে মারা যায়নি। দেশেই এখন অনেক জটিল রোগের চিকিৎসা সফলতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। তাই চিকিৎসার জন্য আমাদের বিদেশ যাওয়ার নির্ভরতা অনেকাংশে কমে আসছে। তিনি বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, শিক্ষা, ক্রীড়া, রাস্তা-ঘাট, বিদ্যুৎ-এর ব্যাপক উন্নয়ন হয়েছে।
আজ বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর এফপিএবির এ্যাডভোকেট এম ফয়জুর রহমান মিলনায়তনে শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীদের আর্থিক সহায়তা প্রদান, স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান, প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন প্রকল্পভুক্তি গ্রামে সুদমুক্ত ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ১৬ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকা আর্থিক সহায়তা, স্বেচ্ছাসেবী সংস্থার ২৪টিকে ৩ লাখ ২৩ হাজার টাকা, সুদমুক্ত ঋণ ৩৮ জনকে ৫ লাখ ৯০ হাজার টাকা, প্রতিবন্ধী ৩ জনকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কর্মকর্তা স্টেফিন মুর্মুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজললু হক, সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, এপপিএবির সাবেক সভাপতি আব্দুস সামাদ, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, সদস্য ডা: মোছাদ্দেকুল ইয়াজদানী, দিনাজপুর বিএমএর সাধারন সম্পাদক ডা. বিকে বোস, যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার