অবশেষে ফেসবুকের মাধ্যমে খোঁজ মিলল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. শহীদুর রহমানের ছেলে শফিউর রহমান খান রিফাতের (২২)।
হুমায়ুন কবির নামের এক মাদ্রাসা শিক্ষকের ফেসবুকে স্ট্যাটাসের পর তার সন্ধান মিলে। পরে বুধবার বিকেলে রিফাতের বাবা গিয়ে তাকে ময়মনসিংহ শহরতলীর দাপুনিয়া এলাকা থেকে তাকে নিয়ে আসে।
জামিয়া আরাবিয়া কিদারাতুল রাসুল (স.) এর মাদ্রাসা শিক্ষক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বিকেলে আমাদের এলাকায় ছেলেটি আসে। তখন সে খালি গায়ে ছিল। নিজের নাম পরিচও বলতে পারছিলো না। পরে আমরা মাদ্রাসায় থাকার ব্যবস্থা করে দেই। তিনি রাতে মাদ্রাসার ছাত্রদের পড়ায়। ওই রাতেই সাড়ে ৭টার দিকে আমি নিজের ফেসবুক ওয়ালে আমার মোবাইল নাম্বার ও ছেলেটির ছবিসহ একটি স্ট্যাটাস দেই। এরপর বুধবার সাড়া মেলে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবাসিক এলাকা থেকে সকাল সাতটাটার দিকে রিফাত প্রাত ভ্রমণ এর উদ্দেশ্যে বের হয়ে যায়। অনেক খোাঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সিসি টিভি ফুটেজে সর্বশেষ মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকার আশপাশে দেখা যায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন