বাগেরহাটের মোরেলগঞ্জে এমপি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শোকসভা ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার ও যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম।
মঙ্গলবার বিকেলে দৈবজ্ঞহাটিতে জানাজা নামাজে স্থানীয় এমপি মোজাম্মেল হোসেনকে লাঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়। মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা রয়েছে,‘দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সকল নিহতদের স্মরণে ও বদিউজ্জামান সোহাগ কর্তৃক বাগেরহাট জেলা আ. লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শোকসভা ও প্রতিবাদ মিছিল’। মিছিল শেষে বাজার চৌরাস্তার মোড়ে শোকসভা করেন নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর