মাগুরার আদর্শ পাড়া এলাকায় একটি বাড়ি থেকে ইয়াবাসহ এক যুবক ও তার সাথে থাকা এক নারীকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৫৫০ পিস ইয়াবা, ধারালো অস্ত্র, নগদ ২৯ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম মাহামুদুর হাসানের পিতার নাম ওয়াক্কাস আলী। বাড়ি মাগুরা পৌর এলাকার কুকনা গ্রামে। একটি পত্রিকার স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল সে । এছাড়াও তার সাথে আটক নারী রাবেয়া বেগমের সাথে অনৈতিক সম্পর্ক ছিল। রাবেয়া বেগমের স্বামী বাহরাইন প্রবাসী। তার একটি সন্তান রয়েছে বলে জানা যায়। গত ২ মাস আদর্শ কলেজের শিক্ষক জালাল উদ্দিনের বাসায় হোল্ডিং নং ১/১ এ বাসা ভাড়া করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গত ৫ দিন আগে মাহমুদুর কক্সবাজার থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে। সর্বশেষ তার বাসায় তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার