রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বর্ষ এবং বাসদ (মার্কসবাদী)’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সমাবেশ-মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) দিনাজপুর শাখর সদস্য অজয় রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) খানসামা উপজেলা শাখার সদস্য সাজ্জাদ চৌধুরী আপেল। আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সদস্য কমরেড এ.এস.এম মনিরুজ্জামান মনির।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে শোষণ মুক্তির আকাঙ্খা নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পরও এদেশের মানুষ শোষন-নির্যাতন থেকে মুক্তি পায়নি। স্বাধীনতার পর যারাই এদেশ পরিচালনা করেছে, তারাই এদেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে। মানুষের সবরকম অধিকারকে ভুলণ্ঠিত করেছে।
১৯১৭ সালে সোভিয়েত রাশিয়া বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টি করেছিল। সেদিন রাশিয়ায় শ্রমিক শ্রেণী ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের সবরকম অধিকার নিশ্চিত করেছিল। তারা মানব সভ্যতাকে স্বর্ণশিখরে নিয়ে গিয়েছিল।
সেই শোষণ মুক্তির আকাঙ্খা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। কিন্তু আজও তা সম্ভব হয়নি। যতদিন পর্যন্ত এদেশে শ্রমিক শ্রেণীর শাষণব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারবে না ততদিন এদেশের মানুষ মুক্তি পাবে না। তাই বাসদ (মার্কসবাদী)’র নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হচ্ছে সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৮/হিমেল