নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৪৬ হাজার ৫শ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুনুল কবীর খান হলি তালা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯শ ৩০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৪৮ হাজার ৭শ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম সুমী। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭শ ৯০ ভোট।
রাত ৮টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন