আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে কৃষি পরিবেশ আন্দোলনের (কৃপা) উদ্যোগে কুমিল্লার কালাডুমুর নদী খননের দাবিতে মানববন্ধন করা হয়।
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর মৎস্য প্রকল্পের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন নদী পাড়ের মানুষ।
এসময় শিগগিরই কালাডুমুর নদীটি খনন করে দাউদকান্দির বিস্তীর্ণ বোরো ফসলের মাঠে সেচ সুবিধা নিশ্চতের দাবিতে বক্তব্য রাখেন, কৃষি পরিবেশ আন্দোলন কৃপা’র সভাপতি মতিন সৈকত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান, মৎস্য খামারী আলী আহাম্মদ মিয়াজী ও ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, কুমিল্লা নগরীতে আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে কুমিল্লা মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে পরিবেশ বিষয়ক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা )কুমিল্লা আঞ্চলিক কমিটির সভাপতি ডা.মোসলেহ উদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মডেল কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
বক্তব্য রাখেন, বাপা কুমিল্লার সহ সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান,রোকেয়া বেগম শেফালী,নির্বাহী সদস্য আলহাজ¦ শাহ মো.আলমগীর খান। স্বাগত বক্তব্য রাখেন বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম। ধন্যবাদ জানান সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        