টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌর সুপার মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক শামীম আল মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কয়েকজন পৌর সুপার মার্কেটের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় মার্কেটের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছিলো। পরে কাছে গিয়ে দেখি একটি দোকানে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে দোকানের সাটার কেটে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি বলেন, শুক্রবার দোকান বন্ধ থাকায় দোকানের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক সময় লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।
মামুন মটরস-এর মালিক শামীম আল মামুন বলেন, আমার যা ছিল সব শেষ হয়ে গেল। কীভাবে আগুন লাগলো তা আমি জানি না। শুক্রবার মার্কেট বন্ধ ছিল। কীভাবে কি হয়ে গেল আমি বলতে পারব না। আমার দোকানে প্রায় দেড় কোটি টাকার মতো মালামাল ছিল। সব ধরনের দামি পার্টস আর প্লাস্টিকের মালামাল ছিল। প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। আমি এখন কীভাবে চলব?
বিডি প্রতিদিন/কালাম