গাজীপুরে যথাযথ মর্যাদায় রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ। বিকেলে বঙ্গবন্ধু পরিষদের গাজীপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাত, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম প্রমুখ।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার