ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলা বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আসলাম জুয়েল ও আনারস প্রতিকের প্রার্থী সফিকুল ইসলাম।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃংলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট প্রদান শেষে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের ষড়যন্ত্র করতেছেন। তবে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে তিনি বিজয়ী হবেন বলে জানান।
আনারস প্রতীকের প্রার্থী সফিকুল আসলাম বলেন, চেয়ারম্যান থাকাবস্থায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকেই নির্বাচিত করবে।
ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় ৯ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা