কিশোরগঞ্জের বাজিতপুরে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজিতপুর মাদকবিরোধী সংগঠন (বামাস) এ র্যালির আয়োজন করে।
সোমবার দুপুরে বাজিতপুর সরকারি কলেজ মাঠে র্যালির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
র্যালিতে সংগঠনের তিনশত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সরারচর বাজার হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী বক্তব্যে আফজাল হোসেন এমপি বলেন, মাদক শুধু একটি জীবন বা পরিবারকেই ধ্বংস করে না। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হবে। সেজন্য অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান শিবলী, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলতসহ বামাসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন