'স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থী ও নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম সাদিকুল আজম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার