ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু নামের এক যুবককে চুল কেটে জুতার মালা দিয়ে ঘুরিয়েছে গ্রামবাসী। পরে তাকে গনপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার পৌরসভার শ্যামপুর এলাকায়।
শিশুটির পিতা দুদু মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে রাজু তার ৭ বছরের শিশুপুত্রকে ফুসলিয়ে নিকটবর্তী মাঠে নিয়ে যায়। পরে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে রাজুকে আটক করে গণধোলাইসহ মাথার চুল কেটে বেঁধে রাখে। বখাটে রাজু’র বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন, মোবাইল ফোনে বিষয়টি তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর