দিনাজপুরের চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালাসহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুইঘন্টাব্যাপী এ ঝড় ও বৃষ্টি হয়।
চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই, রসুলপুর, সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি, জগন্নাথপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়।
নান্দেড়াই গ্রামের মো. সাহাবদ্দিন ও বাবুল আকতার জানান, রাত সোয়া ১টার দিকে ঝড়ে ঘরের দৌচালা টিনসহ ছাউনী উড়ে যায়। একই সাথে ভারী বৃষ্টিতে ঘরের ভিতরে রক্ষিত মালামাল সব ভিজে যায়। এ ছাড়াও চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টাগাছ, আম. কাঁঠাল, লিচুগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার