সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নাটোর জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের কান্দিভিটা এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ দলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর