রাজবাড়ীর বালিয়াকান্দি প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পাউন্ডার আবু হেনার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগটি দাখিল করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের আব্দুল কাদের মোল্লার ছেলে মাসুদ মোল্লা। অভিযোগ পত্রটি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
অভিযোগপত্রে মাসুদ মোল্লা উল্লেখ করেন, তার খামারে বিদেশী ১১টি গরু রয়েছে। তার মধ্যে একটি গাভী বাছুর প্রসব করলে কয়েক দিন পর গাভী ও বাছুরটি অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে তার খামারের প্রায় ৬-৭টি গরু অসুস্থ হয়ে পড়লে বালিয়াকান্দি প্রাণি সম্পদ অফিসের কম্পাউন্ডার আবু হেনার কাছে সরনাপন্ন হন। এতে তিনি কোন সমস্যা হবেনা বলেন এবং তাকে দেওয়া ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে বলে জানান।
আবু হেনার পরামর্শ অনুযায়ি ওষুধ খাওয়াতে থাকলে এর মধ্যে বাছুরটি মারা যায়। ৪টি গাভী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। একেকটি গাভী প্রায় ১৫-১৬ কেজি করে দুধ দেয়। এখন সেগুলোও মৃত্যুর পথে।
আবু হেনা জানায়, গরুর ক্যালসিয়াম ঘাটতি রয়েছে। কিন্তু তা সঠিক নয়। তার ভুল চিকিৎসার কারণেই আমার প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হতে যাচ্ছে। আমি আমার ক্ষতিপূরণ দাবি করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর